মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতিতে প্রশ্ন তোলা বিএনপির মানায় না : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক :   |   শনিবার, ০৩ জুন ২০১৭   |   প্রিন্ট   |   749 বার পঠিত

দুর্নীতিতে প্রশ্ন তোলা বিএনপির মানায় না : ওবায়দুল কাদের

দুর্নীতিতে যারা ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে তাদের মুখে বাজেট নিয়ে দুর্নীতির কথা মানায় না। তারা ঢাকায় বসে ফটোসেশন করে। বিএনপি জনগণের দুর্দিনে পাশে না দাঁড়িয়ে সরকারের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়েছে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার দুপুরে মহেশখালীর মাতারবাড়ী ও ধলঘাটায় ঘূর্ণিঝড় মোরা আক্রান্তদের ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ দুর্গত এলাকার একজন মানুষও না খেয়ে থাকবে না। উপকূলবাসীকে আগের অবস্থানে ফেরাতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। সব দুর্যোগে আওয়ামী লীগই জনগণের পাশে থাকে, থাকবে।ওবায়দুল কাদের বলেন, সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা আমরাই বুঝি। কারণ আওয়ামী লীগ দরিদ্রবান্ধব সরকার। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের ৭টি প্রতিনিধি দল ভাগ হয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। তাই দুর্গতদের খবর নিতে আমরা উপকূলে ছুটে এসেছি।ওবায়দুল কাদের আরো বলেন, ঘূর্ণিঝড় মোরার আঘাতের সময় আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকলেও প্রতি মুহূর্তে খোঁজখবর নিয়েছেন।  তখনই ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসহ তাদের পাশে দাঁড়ানোর কড়া নির্দেশ দেন প্রধানমন্ত্রী।সেতুমন্ত্রী আরো বলেন, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র এলাকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। নির্মাণ করা হবে ধলঘাটা ইউনিয়নের বেড়িবাঁধ। এছাড়া চালিয়াতলি-মাতারবাড়ী সড়ক ৪ লেন করা হবে।এসময় মোরা আক্রান্তদের প্রতি পরিবারে ১০ কেজি চাল ও নগদ এক হাজার টাকা দেয়া হয়েছে।সভায় অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামিম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিলসহ অনেকে।ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত উপকূলবাসীকে ত্রাণ সহায়তা দিতে প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দল তিনদিন ধরে কক্সবাজারে অবস্থান করছেন। এর আগে তারা কক্সবাজার সদর, টেকনাফ, সেন্টমার্টিন, শাহপরীর দ্বীপ, কুতুবদিয়া, চকরিয়া ও পেকুয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:০৮ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুন ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997