
অনলাইন ডেস্ক : | সোমবার, ০৩ এপ্রিল ২০১৭ | প্রিন্ট | 633 বার পঠিত
ফাইল ছবি
বিএনপি থেকে নির্বাচিত দুই সিটি ও এক পৌর মেয়রকে সাময়িক বরখাস্ত করার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটি প্রধানমন্ত্রীর অজ্ঞাতসারেই ঘটেছে।
সোমবার রাজধানীর ডেমরায় একটি সড়ক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘মেয়র বরখাস্তের বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এই সিদ্ধান্ত নিশ্চয়ই স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়েছে। এর পেছনে যুক্তি কী, কারণ কী— সেটিও স্থানীয় সরকার মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে। তবে আমি যতটুকু জানি, প্রধানমন্ত্রী বিষয়টি জানেন না।’
সড়ক উদ্বোধনের পর ওবায়দুল কাদের পরে মাতুয়াইল সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে আরেকটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম সড়কটি আমি করে দেব। আমি আমার প্রতিশ্রুতি রেখেছি। তোমরা সবাই এখন ভালোভাবে স্কুলে যাতায়াত করতে পারবে।’
শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করার উপদেশও দেন ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লাসহ ঢাকা সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৯:২৪ অপরাহ্ণ | সোমবার, ০৩ এপ্রিল ২০১৭
America News Agency (ANA) | Payel