শনিবার ১১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নিউইয়র্কে মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের ‘হুব্বা’

এনা অনলাইন :   শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪ 12723
নিউইয়র্কে মুক্তি পাচ্ছে মোশাররফ করিমের ‘হুব্বা’

নিউইয়র্কে জ্যামাইকায় মুক্তি পাচ্ছে মোশাররফ করিম অভিনীত ছবি ‘হুব্বা’। ২ ফেব্রুয়ারি (শুক্রবার) জামাইকা মাল্টিপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। একইসঙ্গে নিউজার্সি, বস্টন, ভার্জিনিয়া, আটলান্টা, লসএঞ্জেলস, সানফ্রান্সিসকো, সাক্রামেন্টো, সিয়াটল, ডেট্রয়েটসহ ৩০ সিটিতে ছবিটি মুক্তি পাচ্ছে। অধিকাংশ সিটিতে টানা সাত দিন প্রদর্শিত হবে ছবিটি।

ভারতের ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু। পরিচালক ব্রাত্য বসু এবং প্রযোজক ফিরদৌসুল হাসান জুটির এটি দ্বিতীয় ছবি। হুব্বা ১৯ জানুয়ারি বাংলাদেশ ও ভারতে মুক্তি পেয়েছে।

বায়োস্কোপ ফিল্ম প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠানের এটি ৪০তম ছবি, যা যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। কানাডার টরন্টো, অটোয়া, ভ্যাঙ্কুবারসহ অন্তত পাঁচটি সিটিতে এটি মুক্তি পাচ্ছে বলেও উল্লেখ করেন সংস্থাটির কর্ণধার রাজ হামিদ।

৩১ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় নিউইয়র্কে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক আলাপচারিতায় রাজ হামিদ উল্লেখ করেন, ছবিতে মোশাররফ করিমের অভিনয় পশ্চিমবঙ্গের সিনেমা সমালোচকদেরও প্রশংসা পেয়েছে।

শুক্রবার প্রিমিয়ার শো শুরু হবে সন্ধ্যা ৭টায়। সেখানে গণমাধ্যমকর্মীদের স্বাগত জানাতেই অনির্ধারিত এ আলাপচারিতা বলে জানান রাজ হামিদ। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন সিটিতে জয়া আহসান অভিনীত ‘পেয়ারে সুবাস’ ছবিটিও মুক্তি পাবে। এ ছবিটিও বোদ্ধা দর্শক এবং সমালোচকদের ব্যাপক প্রশংসা পেয়েছে। বাংলা নতুন বছরে মুক্তি পাবে সৃজিত মুখার্জি পরিচালিত এবং চঞ্চল চৌধুরী অভিনীত ছবি ‘পদাতিক’। কুরবানি ঈদে যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ছবি ‘তুফান’।

Facebook Comments Box

Comments

comments

Posted ১:২১ অপরাহ্ণ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৪

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

 

President/Editor-in-chief :

Sayeed-Ur-Rabb

 

Corporate Headquarter :

 44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA, Phone : +6463215067.

Dhaka Office :

70/B, Green Road, 1st Floor, Panthapath, Dhaka-1205, Phone : + 88-02-9665090.

E-mail : americanewsagency@gmail.com

Copyright © 2019-2024Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997