
অনলাইন ডেস্ক : | বুধবার, ০৮ মার্চ ২০১৭ | প্রিন্ট | 850 বার পঠিত
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, সংবিধানে নারীর মৌলিক অধিকারের স্বীকৃতি দিলেও আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য রয়েছে।
বুধবার আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, ‘শুধু দক্ষিণ এশিয়া নয়, বাংলাদেশও নারীর অগ্রগতিতে এগিয়েছে অনেক দূর। সে জন্য আমরা সব জায়গায় সব ধারার নারীর উন্নয়ন লক্ষ্য করছি। যদিও আমাদের চ্যালেঞ্জ রয়েছে- বাল্যবিয়ে, নারীর প্রতি সহিংসতা। এ সব প্রতিরোধে আমরা কাজ করছি।’
জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক অন্যন্যা হোসাইন মৌসুমীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জাপা মহাসচিব, ভাইস-চেয়ারম্যান নাজমা আকতার, কেন্দ্রীয় নেত্রী ডা. সেলিমা খাঁন, শারমিন পারভীন লিজা, পারভীন তারেক প্রমুখ।
এরশাদের জোটে আসছে ইসলামী ফ্রন্ট: ইসলামী ফ্রন্টও যোগ দিচ্ছে জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বাধীন জোটে। বুধবার জাপা চেয়ারম্যান এরশাদের বনানী কার্যালয়ে তার সঙ্গে বৈঠক শেষে ইসলামী ফ্রন্ট নেতারা জানান, সংসদের বিরোধী দল জাপার জোটে যোগ দিতে তারা আগ্রহী।
ইসলামী ফ্রন্ট নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল। দলটি সরকার সমর্থক হিসেবে পরিচিত।
আগামী নির্বাচনকে সামনে রেখে গত মাসে জাপা চেয়ারম্যান এরশাদ নতুন জোট গড়ার উদ্যোগ নেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের বাইরে থাকা দলগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেন। বিএনপি জোট ছেড়ে আসা ইসলামী ঐকজোটের সঙ্গে গত সোমবার বৈঠক করেন। পরের দিন ১৫টি দলের সঙ্গে বৈঠক করেন। দলগুলোর অধিকাংশই নাম সর্বস্ব।
ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা আবদুল মান্নান, মহাসচিব এমএ মতিনসহ দলটির সাতজন নেতা এরশাদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, জোটের সমন্বয়ক সুনীল শুভ রায়।
বৈঠক সূত্র জানিয়েছে, এরশাদের নেতৃত্বে জোট যোগ দিতে সম্মত হয়েছে ইসলামী ফ্রন্ট।
Posted ৯:২০ অপরাহ্ণ | বুধবার, ০৮ মার্চ ২০১৭
America News Agency (ANA) | Payel