
এনা অনলাইন : | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০১৯ | প্রিন্ট | 529 বার পঠিত
বাংলাদেশ হাইকমিশন ও সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি’র যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল ‘বাংলাদেশ ক্রিকেট কার্নিভাল ২০১৯’ | এবারও মোট ১২টি দল ও ১২০ জন খেলোয়াড় এই খেলায় অংশ নিয়েছিলেন। হাড্ডাহাড্ডি লড়াই এর পর খেলায় ড্র হয় এবং যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে ‘এস বি এম’ ও বাংলাদেশ হাইকমিশন হিরো দল ।
বুধবার আয়োজক কমিটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি’র অফিসে | অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মান্যবর হাইকমিশনার, মো. মোস্তাফিজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির বিভিন্ন নেতৃবৃন্দ।
আয়োজনটি সফল হওয়ায় ধন্যবাদ জানানো হয় ক্রিড়া সম্পাদক দেলোয়ার হোসেন এবং মোহাম্মদ জহিরুল ইসলামকে। সকল দর্শক ও সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি’র সকল ম্যানেজমেন্ট কমিটিকে আগামিতেও আয়োজক কমিটির পাশে থেকে সহযোগিতা করার অনুরোধ করা হয়।
Posted ১১:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০১৯
America News Agency (ANA) | Payel