মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চারুকলায় নববর্ষের প্রস্তুতি

ঢাকা :   |   সোমবার, ০৩ এপ্রিল ২০১৭   |   প্রিন্ট   |   774 বার পঠিত

চারুকলায় নববর্ষের প্রস্তুতি

সারা দেশের সাথে জাতিসত্তা প্রকাশের সবচেয়ে বড় বাংলা নববর্ষ উৎসবের রঙ ছড়িয়েছে রাজধানী ঢাকাতেও। তাই এ উৎসবকে ঘিরে প্রতিবারের মতো এবারও সেই রঙের বর্ণিল আভায় এখন স্নিগ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। প্রতি বছরের মতো এবারও তারা প্রস্তুতি নিচ্ছে দেশের নববর্ষ উদযাপনের অন্যতম জাতীয় অনুষঙ্গে পরিণত হওয়া মঙ্গল শোভাযাত্রার। এ নিয়েই এখন সেখানে চলছে বর্ষবরণের যত আয়োজন। চারুকলার আঙিনাজুড়ে শিল্পকর্ম নির্মাণে ব্যস্ত চারুকলার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। শিল্পকর্ম নির্মাণে তাদের নানাবিধ পরামর্শ দিচ্ছেন শিক্ষকেরা। অনুষদের প্রায় প্রত্যেক বিভাগের শিক্ষার্থী সকাল থেকে রাত পর্যন্ত মঙ্গল শোভাযাত্রার নানা অনুষঙ্গ তৈরিতে কাজ করছেন। দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে তাদের ব্যস্ততা।

গত ১৯ মার্চ আনুষ্ঠানিকভাবে মঙ্গল শোভাযাত্রা পর্বের প্রস্তুতি কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চারুকলা বিভাগের শিক্ষক রফিকুন নবী। পরের দিন ২০ মার্চ থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রার কাজ। ৩০ মার্চ বৃহস্পতিবার বিকেলে সরেজমিন ঘুরে দেখা গেছে করিডোরের উন্মুক্ত জায়গায় অস্থায়ীভাবে স্থাপিত বিশাল টেবিলের ওপর ছড়িয়ে আছে সারি সারি সরা। সেগুলোর ওপর রঙের প্রলেপ দিয়ে নানা অবয়ব ফুটিয়ে তুলছেন শিক্ষার্থীরা। আর সেসব সরাচিত্রে উদ্ভাসিত হচ্ছে নানা মুখচ্ছবি যেমন- সাপুড়ে, কাকতাড়ুয়া, হরেক রকম পাখি, হাতি, লক্ষ্মীপ্যাঁচা, বিড়াল, বাঘ, রাখালসহ বৈচিত্র্যময় লোকজ নানা বিষয়। সরাচিত্র সৃজনের পর সেগুলো ঠাঁই পাচ্ছে পাশের দুটি টেবিলে। বিভিন্ন আকৃতির এসব সরাচিত্র বিক্রি হচ্ছে ৫০০ থেকে হাজার টাকায়। সরাচিত্রের সঙ্গে রয়েছে তুহিন পাখি, কাগজের ফুল, বাঘের ছোট মুখোশ।

চারুকলার উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি অংশ হিসেবে শিক্ষার্থীরা বাঁশ ও কাঠের সাহায্যে বিভিন্ন প্রাণীর ম্যুরাল ও ভাস্কর্য তৈরি করছে, আবার কেউ মাটির বাসনে নানা রকম চিত্রকর্মের কাজ করছেন। আবার কেউ কেউ মাটি দিয়ে বিভিন্ন প্রাণীর মুখোশ তৈরি করছেন।

এবারের বৈশাখ উদযাপন কমিটির অন্যতম কর্মী পলাশ সাহা জানান, প্রত্যেক বছরই একটি শুভকামনা নিয়ে বের করা হয় এই মঙ্গল শোভাযাত্রা। এ বছরও ব্যত্যয় হচ্ছে না। প্রতি বছরের মতো এবারও চলমান সময়ের বিবেচনায় একটি বিশেষ বিষয় বা ভাবনা এই শোভাযাত্রার প্রধান অনুষঙ্গ। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর- এ প্রতিপাদ্যে এবার পালিত হবে মঙ্গল শোভাযাত্রা। এ ছাড়া দেশের সার্বিক মঙ্গল কামনা করা হবে এ শোভাযাত্রা থেকে।

চারুকলার লিচুতলায় চলছে মঙ্গল শোভাযাত্রার কর্মযজ্ঞ। তিনি জানান, পাশাপাশি আমাদের চিরায়ত সংস্কৃতির ঐতিহ্য অনুসারে বরাবরের মতো এবারও থাকছে পাখি, বাঘ, হাতি, ঘোড়া,মাছ, হাঁস, টেপাপুতুল, হরিণ, ময়ূর ও পেচার কাঠামো। এ সব ভাস্কর্যের কাঠামো তৈরি শেষ হলেই তাতে লাগানো হবে কাগজ। এ জন্য চারুকলার বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী নিরলস কাজ করে যাচ্ছেন।

জানা যায়, এভারের শোভাযাত্রায় থাকবে ২০টি ভাস্কর্য। এবার পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে সকাল ৯টায় বের হবে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৮:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৩ এপ্রিল ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Dhaka University Centennial & New Beginnings
(13216 বার পঠিত)
‘শুভ বড়দিন’ আজ
(13037 বার পঠিত)
RAFONA Organize Armed Forces Day
(13022 বার পঠিত)
[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997