রবিবার ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াশিংটনে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে ইউএস চেম্বারের সঙ্গে বৈঠক

এনা :   |   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   48 বার পঠিত

ওয়াশিংটনে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে ইউএস চেম্বারের সঙ্গে বৈঠক

ওয়াশিংটনে ইউএস চেম্বার অব কমার্সের সঙ্গে গত ১৩ অক্টোবর সকাল ৯ টায় বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধিদলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  এতে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, অর্থ সচিব, ইআরডি সচিবসহ বাংলাদেশ প্রতিনিধি দলের সদস‍্য ও যুক্তরাষ্ট্রের প্রথম সারির ব‍্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ, লুৎফে সিদ্দিকী, আহসান এইচ মানসুর।

তারা বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছিল। মাত্র এক বছরের মধ্যে সেখান থেকে দেশ ঘুরে দাঁড়িয়েছে। রিজার্ভ, বন্দর ব‍্যবস্থাপনা থেকে শুরু করে সবকিছুর অবস্থা এখন সন্তোষজনক। ব‍্যাংক ও আর্থিক সেক্টরে রিফর্মের কাজ জোরেসোরে চলছে। রেভিনিউখাতে সংস্কার চলছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর দৃশ‍্যমান উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। ডলার সংকট নেই। সব ব‍্যবসায়ী পাওনা পরিশোধ করা হচ্ছে সময়মত।

বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। বিনিয়োগকারীদের জন্যে ঝামেলাহীন পরিবেশ নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশে এখন চমৎকার স্থিতিশীল পরিবেশ বিরাজমান।
যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বাংলাদেশ বিষয়ে অন্য যে কোনো সময়ের চেয়ে উৎসাহ প্রকাশ করেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ৭:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997