রবিবার ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পর্দা উঠলো ফোক ফেস্টের

এনা অনলাইন :   |   শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   848 বার পঠিত

পর্দা উঠলো ফোক ফেস্টের

বিশ্বের দরবারে লোক গানের আবেদন ছড়িয়ে দিতে শুরু হলো ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট ২০১৯’।  সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এশিয়ায় লােকসঙ্গীতের সবচেয়ে বড় এই উৎসব।

বৃহস্প‌তিবার সন্ধ্যায় উৎসবের পঞ্চম আসরের পর্দা উঠলো প্রেমা ও তার দল ‘ভাবনা’র নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে।

শুরুতেই রাধা রমনের ‘আ‌‌মি রবো না রবো না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না’ গানের তালে নৃত্য প‌রিবেশন করে দলটি। এরপর বাদ্যের তালে তালে আরও কয়েকটি পরিবেশনা দিয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে প্রেমা ও তার নৃত্যদল।

আয়োজনের প্রথম দিনে নিজ দেশের লোকসঙ্গীতের পরিবেশনা নিয়ে আরও থাকছে জর্জিয়ার গানের দল শেভেনেবুরেবি। ২০০১ সালে প্রতিষ্ঠিত দলটি নানা ধরনের লোকযন্ত্র বাজিয়ে ভিন্নধর্মী সঙ্গীতায়োজন করে জনপ্রিয়তা পেয়েছে। গান গাওয়ার পাশাপাশি জর্জিয়ার বিভিন্ন অঞ্চল থেকে লোকগান সংগ্রহ করে জর্জিয়ান লোকসংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে অবদান রাখছেন এই দলের সদস্যরা। এশিয়া-ইউরোপের বিভিন্ন দেশের বড় বড় কনসার্টে গান পরিবেশন করে এরই মধ্যে সুনাম কুড়িয়েছে শেভেনেবুরেবি।

শেভেনেবুরেবির পরিবেশনার পর বাংলা লোকসংগীতের সমৃদ্ধ ভাণ্ডার নিয়ে হাজির হবেন দেশের জনপ্রিয় গায়ক শাহ আলম সরকার।

আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশ থেকে ২০০ জনের বেশি লােকশিল্পী ও কলাকুশলী এবারের আসরে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার শুরু হওয়া এই উৎসব চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই উৎসবে দর্শকরা পাবেন দেশ-বিদেশের জনপ্রিয় লােকসঙ্গীত শিল্পীদের শেকড় সন্ধানী গান।

Facebook Comments Box

Comments

comments

Posted ৬:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Dhaka University Centennial & New Beginnings
(13413 বার পঠিত)
RAFONA Organize Armed Forces Day
(13097 বার পঠিত)
‘শুভ বড়দিন’ আজ
(13093 বার পঠিত)
[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997