সোমবার ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক :   |   রবিবার, ৩০ অক্টোবর ২০১৬   |   প্রিন্ট   |   912 বার পঠিত

আওয়ামী লীগের কমিটি ঘোষণা
সম্মেলনের এক সপ্তাহের মাথায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার রাতে প্রেসিডিয়ামের সভা শেষে অষ্টমবারের মতো পুনর্নির্বাচিত দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কমিটির অনুমোদন দেন। গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৩ বছরের জন্য এসব কমিটি গঠন করা হয়েছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৮১টি পদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য পদে তিনটি, সম্পাদকমণ্ডলীর ৩টি এবং একটি সহ-সম্পাদক এবং ৪ উপদেষ্টা পরিষদের সদস্য পদে কাউকে এখন পর্যন্ত মনোনয়ন দেয়া হয়নি। আগামী দুই-একদিনের মধ্যেই এসব পদের নামও ঘোষণা করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আগামী নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রবীণের অভিজ্ঞতার পাশাপাশি এবার অসংখ্য নতুন মুখের প্রবেশ ঘটানো হয়েছে কেন্দ্রীয় কমিটিতে। ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য পদে এবার স্থান পেয়েছে একঝাঁক সাবেক ছাত্রনেতারা। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২৮ সদস্যের মধ্যে ১৮ জনই এবার নতুন মুখ, বাদ পড়েছেন ১১ জন। যাদের মধ্যে বেশ কয়েকজন ত্যাগী নেতা, মহানগর থেকে থেকে বাদ পড়া, তৃণমুল নেতা এবং সাবেক কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলী থেকে বাদ পড়া নেতারাও রয়েছেন। এছাড়া সম্পাদকমণ্ডলীর মধ্যে ১০ জনই নতুন মুখ। ৮১ সদস্যের মধ্যে এ পর্যন্ত ২৮ জনই নতুন মুখ। এবার কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হয়েছেন বিদায়ী কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। সবাইকে চমক দিয়ে বন ও পরিবেশ সম্পাদক পদে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন। উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আমিনুল ইসলাম আমিন। দলের ১১ সদস্যের সংসদীয় বোর্ডের সদস্য পদে এবার বেগম মতিয়া চৌধুরী বাদ পড়েছেন। সংসদীয় বোর্ডে এবার নতুন মুখ মো. রশিদুল আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আগামী ৬ নভেম্বর টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করবেন এবং আগামী ৮ নভেম্বর বিকাল চারটায় গণভবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি ই-মেইলের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো হয়। কেন্দ্রীয় কমিটিতে এবারই প্রথম স্থান পেয়েছেন- খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মমতাজ উদ্দিন (বগুড়া), নুরুল ইসলাম ঠাণ্ডু, বদরুদ্দীন আহমেদ কামরান, অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, দীপঙ্কর তালুকদার, আমিরুল ইসলাম মিলন, অধ্যাপক রফিকুল ইসলাম (মৌলভীবাজার), গোলাম রব্বানী চিনু, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মেরিনা জাহান, ড. শাম্মী আহমেদ, মারুফা আখতার পপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং। সদ্যবিদায়ী কমিটিতে থাকা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, নুরুল মজিদ হুমায়ুন, খায়রুজ্জামান লিটন, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, আখতারুজ্জামান লিটন, সিমিন হোসেন রিমি, বেগম মুন্নুজান সুফিয়ান, এস এম কামাল হোসেন ও মির্জা আজম নতুন কমিটিতেও একই পদে রয়েছেন।
এবারে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য পদ থেকে বাদ পড়েছেন, ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, অ্যাডভোকেট সুভাষ বোস, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, এম এ মান্নান, একেএম রহমত উল্লাহ এমপি, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম, বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, মোস্তফা ফারুক  মোহাম্মদ এমপি ও অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী। বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন এ বি তাজুল ইসলামের এখন পর্যন্ত নতুন কমিটির কোনো পদে স্থান হয়নি। তবে শূন্য ৭টি পদে বাদ পড়া এসব নেতার কেউ কেউ স্থান পেতে পারেন।
উপদেষ্টা পরিষদের সদস্য হলেন যারা
সম্মেলনের পর গঠিত উপদেষ্টা পরিষদেও স্থান পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। বাদ পড়েছেনও অনেকে। বিদায়ী কমিটিতে প্রেসিডিয়াম সদস্য পদে থাকা সতীশ চন্দ্র রায় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্থপতি ইয়াফেস ওসমান স্থান পেয়েছেন এবার উপদেষ্টা পরিষদের সদস্য পদে। সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এবার দলের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন। বাদ পড়েছেন দেশের প্রথম সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ বীর উত্তম। এছাড়া নতুন উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন মো. রশিদুল আলম, অধ্যাপক খন্দকার বজলুল হক, কাজী সিরাজুল ইসলাম, মকবুল হোসেন ও চৌধুরী খালেকুজ্জামান। তবে উপদেষ্টা পরিষদে আরো ৪টি শূন্য রয়েছে। বাদ পড়া অনেকেই এই শূন্য পদে ফের ফিরে আসতে পারেন বলেও জানা গেছে।
৩৮ সদস্যের উপদেষ্টা পরিষদের যারা রয়েছেন— ডা. এস এ মালেক, আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আলহাজ মো. ইসহাক মিঞা, অ্যাডভোকেট মো. রহমত আলী, এইচ টি ইমাম, ড. মশিউর রহমান, প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, রাজীউদ্দিন আহমেদ রাজু, ড. মহীউদ্দিন খান আলমগীর, ব্যারিস্টার শফিক আহমেদ, সৈয়দ আবু নসর অ্যাডভোকেট, সতীশ চন্দ্র রায়, প্রফেসর ড. আবদুল খালেক, প্রফেসর ডা. আফম রুহুল হক, কাজী আকরাম উদ্দীন, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ড. অনুপম সেন, প্রফেসর ড. হামিদা বানু, প্রফেসর ড. হোসেন মনসুর, অধ্যাপিকা সুলতানা শফি, এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, এ্যাম্বাসেডর জমির, গোলাম মওলা নকশাবন্দী, ড. মির্জা এম এ জলিল, ড. প্রণব কুমার বড়ুয়া, মে. জে. (অব.) আবদুল হাফিজ মল্লিক, প্রফেসর ড. সাইদুর রহমান খান, ড. গওহর রিজভী, প্রফেসর খন্দকার বজলুল হক, মো. রশিদুল আলম, স্থপতি ইয়াফেস ওসমান, কাজী সিরাজুল ইসলাম, মকবুল হোসেন ও চৌধুরী খালেকুজ্জামান।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রেসিডিয়াম সদস্য- সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সৈয়দ আশরাফুল ইসলাম, পীযুষ কান্তী ভট্টাচার্য, নুুরুল ইসলাম নাহিদ, ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন ও অ্যাডভোকেট আবদুল মান্নান খান। যুগ্ম সাধারণ সম্পাদক ৪ জন হলেন— যথাক্রমে মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক এমপি ও আবদুল রহমান। কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুন্সী, আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুস সাত্তার, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং উপ-প্রচার সম্পাদক পদ পেয়েছেন আমিনুল ইসলাম আমিন। এছাড়া আন্তর্জাতিক, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যুবক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তিনটি শূন্য রয়েছে। উপ-দফতর সম্পাদক পদেও এখন পর্যন্ত কাউকে দায়িত্ব দেয়া হয়নি।
৮ সাংগঠনিক সম্পাদকরা হলেন- আহম্মদ হোসেন, মেজবাহ উদ্দিন সিরাজ, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।  কেন্দ্রীয় সদস্যরা হলেন- আবুল হাসনাত আবদুল্লাহ, মমতাজ উদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, নুুরুল মজিদ হুমায়ুন, খায়রুজ্জামান লিটন, সিমিন হোসেন রিমি, বেগম মুন্নুজান সুফিয়ান, নুরুল ইসলাম ঠাণ্ডু, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, দিপঙ্কর তালুকদার, বদরুদ্দীন আহমেদ কামরান, আখতারুজ্জামান, এস এম কামাল হোসেন, মির্জা আজম, এ্যাডঃ নজিবুল্লাহ হিরু, আমিরুল ইসলাম মিলন, অধ্যাপক রফিকুল ইসলাম (মৌলভীবাজার), গোলাম রব্বানী চিনু, এ্যাড. রিয়াজুল কবির কাওসার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মেরিনা জাহান, ড. শাম্মী আহমেদ, মারুফা আখতার পপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
১১ সদস্যের সংসদীয় বোর্ড
জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেয় আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। ১১ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের সংসদীয় বোর্ডে রয়েছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ আশরাফুল ইসলাম, কাজী জাফর উল্লাহ, ওবায়দুল কাদের, প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ ও মো. রশিদুল আলম।
১৯ সদস্যের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড
আগামী তিন বছরের জন্য ১৯ সদস্যের আওয়ামী লীগের স্থানীয় সরকার পৌরসভা ও ইউনিয়ন মনোনয়ন বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যরা হলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ আশরাফুল ইসলাম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফর উল্লাহ, মোহাম্মদ নাসিম, ড. আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, ওবায়দুর কাদের, প্রফেসর আলাউদ্দিন আহমেদ, রশিদুল আলম, মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও ড. আবদুস সোবহান গোলাপ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই কমিটির সকল কর্মকর্তা ও সদস্য নিষ্ঠার সঙ্গে স্ব স্ব দায়িত্ব পালন এবং সকলের সমবেত প্রচেষ্টায় আওয়ামী লীগকে আরো সুদৃঢ় ও সুসংগঠিত শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা ও দুর্নীতিমুক্ত একটি উন্নত-সমৃদ্ধ-আধুনিক রাষ্ট্র এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে জনগণকে সম্পৃক্ত করা এবং তাদেরকে সংগঠিত করতে এই কমিটি যথাযোগ্য ভূমিকা পালন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
Facebook Comments Box

Comments

comments

Posted ৫:৪০ অপরাহ্ণ | রবিবার, ৩০ অক্টোবর ২০১৬

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Dhaka University Centennial & New Beginnings
(13208 বার পঠিত)
‘শুভ বড়দিন’ আজ
(13032 বার পঠিত)
RAFONA Organize Armed Forces Day
(13020 বার পঠিত)
[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997