রবিবার ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪১তম বার্ষিক সভা অনুষ্ঠিত

এনা অনলাইন :   |   শনিবার, ০৮ ডিসেম্বর ২০১৮   |   প্রিন্ট   |   674 বার পঠিত

বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪১তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪১তম বার্ষিক সভা শনিবার (৮ ডিসেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শিল্পী তপন মাহমুদের পরিচালনায় সংগীত সংগঠন ‘বৈতালিক’-এর শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে সভা শুরু হয়।

এরপর দেশের বিভিন্ন ক্ষেত্রের প্রয়াত গুণী ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ ও তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ও সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন ২০১৭-২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন এবং ২০১৮-২০১৯ সালের বাজেট উপস্থাপন করেন। একাডেমির সদস্যরা বার্ষিক প্রতিবেদন ও বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নেন। একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উত্থাপিত প্রস্তাবের প্রেক্ষিতে বক্তব্য প্রদান করেন।

সভায় গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ৪০তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী সারাদেশ থেকে আগত একাডেমির ফেলো, জীবনসদস্য ও সদস্যদের সম্মতিক্রমে অনুমোদন ঘোষণা করেন বার্ষিক সাধারণ সভার সভাপতি ও বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।
সভায় দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ ২০১৮ এবং বাংলা একাডেমি পরিচালিত চারটি পুরস্কার প্রদান করা হয়।
এ বছর বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ পেয়েছেন, শিক্ষা ও গবেষণায় অধ্যাপক আমিনুল ইসলাম, চারুকলায় শিল্পী মনিরুল ইসলাম, কারুশিল্পে মঞ্জুলিকা চাকমা, নাট্যকলায় এসএম মহসীন , চিকিৎসাসেবায় ডা. সামন্ত লাল সেন , সংগীতচর্চায় শিল্পী রওশন আরা মুস্তাফিজ এবং বইবান্ধব সমাজ প্রতিষ্ঠায় পলান সরকার । এসময় পলান সরকার অসুস্থ থাকায়  ফেলোশিপ গ্রহণ করেন তার জ্যেষ্ঠ সন্তান মো. হায়দার আলী।

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০১৮, কবি মুহম্মদ নূরুল হুদা মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৮, কবি আবিদ আজাদ (মরণোত্তর) সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১৮, অধ্যাপক হায়াৎ মামুদ কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার লাভ করেন।

(সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-এর অর্থমূল্য এক লক্ষ টাকা, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-এর অর্থমূল্য এক লক্ষ টাকা, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-এর অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা, কবীর চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার-এর অর্থমূল্য এক লক্ষ টাকা)

পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্তদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান এবং ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রয়াত কবি আবিদ আজাদের পক্ষে পুরস্কার গ্রহণ করে তার জ্যেষ্ঠ সন্তান তাইমুর রশীদ।

এসময় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বাংলা একাডেমি প্রতিষ্ঠার পর থেকে তার সামর্থ্য অনুযায়ী বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণায় কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানকে ঘিরে মানুষের প্রত্যাশা বিপুল। আজকের সাধারণ সভায়ও একাডেমির সদস্যবৃন্দ নানা মতামত ও প্রত্যাশা ব্যক্ত করেছেন। আমাদের মনে রাখতে হবে বাংলা একাডেমি যেমন এর কর্মকর্তা ও কর্মচারীদের তেমনি সদস্যরাও একাডেমি পরিবারের অংশ। আমরা আশা করি, আগামী দিনগুলোতে বাংলা একাডেমি সকলের সহযোগিতায় তার কার্যক্রম আরো সুচারুরূপে পালন করতে সক্ষম হবে।

সাধারণ সভার কার্যক্রম সঞ্চলনা করেন বাংলা একাডেমির পরিচালক ডা. কে এম মুজাহিদুল ইসলাম এবং উপপরিচালক

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:২২ অপরাহ্ণ | শনিবার, ০৮ ডিসেম্বর ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Dhaka University Centennial & New Beginnings
(13413 বার পঠিত)
RAFONA Organize Armed Forces Day
(13097 বার পঠিত)
‘শুভ বড়দিন’ আজ
(13093 বার পঠিত)
[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997