রবিবার ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

এশীয় চারুকলা প্রদর্শনীর ১৮তম আসর

চারুকলার এক মহা উৎসবের শুরু

এনা অনলাইন :   |   শুক্রবার, ৩১ আগস্ট ২০১৮   |   প্রিন্ট   |   784 বার পঠিত

চারুকলার এক মহা উৎসবের শুরু

আবার সুযোগ এল এক হওয়ার, আবার সময় এল মুগ্ধ হয়ে বিশ্ব দেখার। বরাবরের মতো এবারো বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। আগামীকাল শুরু হয়ে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর ১৮তম আসর চলবে টানা এক মাস। আগামীকাল বেলা ৩টায় উৎসবটির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশাল এ আন্তর্জাতিক আয়োজনে ৬৮ দেশের ৪৬৫ জন শিল্পী তাদের ৫৮৩টি শিল্পকর্ম নিয়ে হাজির হবেন দর্শনার্থী ও শিল্প সমালোচকদের সামনে। গতকাল বেলা দেড়টায়  শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দ্বিবার্ষিক এ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ৬৮টি দেশের ৪৬৫ জন শিল্পী অংশগ্রহণ করবেন। প্রদর্শনীর প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ১০৭ জন শিল্পী ১১৪টি শিল্পকর্ম নিয়ে লড়বেন। একই বিভাগে ২২৩ জন বিদেশী শিল্পী তাদের ৩০০টি শিল্পকর্ম নিয়ে প্রতিযোগিতা করবেন। বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে ৬৩ জন বাংলাদেশী শিল্পীকে, প্রদর্শনীতে তাদের ৬০টি চিত্রকর্ম প্রদর্শিত হবে। একইভাবে বিশেষ আমন্ত্রণ পেয়েছেন বিদেশী ২৯ জন শিল্পী, তারা তাদের ৪৯টি শিল্পকর্ম প্রদর্শন করবেন।

বাংলাদেশের ১৩ জন মাস্টার পেইন্টারের শিল্পকর্ম প্রদর্শনী হবে উৎসবে। এছাড়া বাংলাদেশের ১৬ জন ও ১৪ জন বিদেশী পারফরম্যান্স আর্ট শিল্পী তাদের শিল্পনৈপুণ্য প্রদর্শন করবেন। ১৭ জন বিদেশী শিল্পীর ইনস্টলেশন আর্ট প্রদর্শন হবে। সব মিলিয়ে এবারের আয়োজনের মধ্যে থাকছে দেশী-বিদেশী শিল্পীদের মোট ৩৬৮ পেইন্টিং, প্রিন্ট ও ফটোগ্রাফি, ৩৩টি ভাস্কর্য, ৫২টি ইনস্টলেশন আর্ট, ৩০ জন পারফরম্যান্স আর্টিস্টের শিল্পনৈপুণ্য প্রদর্শনী। প্রদর্শনীর উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে আরো রয়েছে ১২ জন বাংলাদেশী নবীন শিল্পীর অংশগ্রহণে এবং শিল্পী বিশ্বজিৎ গোস্বামীর তত্ত্বাবধানে ইয়াং আর্ট প্রজেক্ট।

দ্বিবার্ষিক এ আয়োজনে আন্তর্জাতিক সেমিনার, পেইন্টিং, ভাস্কর্য, আলোকচিত্র, প্রাচ্য, প্রিন্ট মেকিং, ভিডিও আর্ট, মৃিশল্প, পারফরম্যান্স আর্ট, নিউ মিডিয়া ও স্থাপনা শিল্পের প্রদর্শনী ছাড়াও বিশেষ সংযোজন হিসেবে থাকছে কারুপণ্য মেলা, ফুড কোর্ট, আর্ট ক্যাফে, শিশু কর্নার, আর্ট ক্যাম্প, পারফরম্যান্স আর্ট ওয়ার্কশপ ও ভাস্কর্য উদ্যান।

১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীতে পাঁচ সদস্যের একটি বিচারক প্যানেল গঠন করা হয়েছে। বাংলাদেশ থেকে বিচারক হিসেবে থাকছেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও আবুল মনসুর, ফ্রান্সের ফ্রাঁসোয়া মোনিন, ভারতের কৃষ্ণা শেট্টি ও স্পেনের ব্লানকা দে লা তোরে। এ বিচারকরা প্রদর্শিত শিল্পকর্মগুলো মূল্যায়নের ভিত্তিতে সেরা শিল্পকর্ম নির্বাচিত করবেন। সেরা শিল্পকর্মের জন্য বিজয়ী শিল্পীদের প্রত্যেককে ৫ লাখ টাকা ও একটি মেডেল প্রদান করা হবে। প্রদর্শনীতে পর্যবেক্ষক হিসেবে শিল্পী জোগেন চৌধুরী (ভারত), প্রফেসর তেতসুইয়া নোদা (জাপান), ডক্টর মারেক বারটেলিক (পোল্যান্ড) ও ডেবোরাহ ডায়ার ফ্রিজেল (যুক্তরাষ্ট্র) অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবারের আয়োজন নিয়ে বলেন, ‘প্রতিবারই আমরা নিয়মিত এ আয়োজনকে সমৃদ্ধ করার চেষ্টা করছি। এবারো তার ব্যত্যয় ঘটবে না। সারা বিশ্ব থেকে আসা শিল্পীরা তাদের শিল্পকর্ম প্রদর্শন করে শিল্পমনাদের ঋদ্ধ করবেন, এমনটাই প্রত্যাশা আমাদের।’

সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, একটি দেশের উন্নয়নের মাপকাঠি শুধু অর্থনৈতিক অগ্রগতি দিয়ে নির্ণয় করা যায় না। উন্নত বিশ্বে সাংস্কৃতিক অগ্রগতিকেও উন্নয়নের মানদণ্ড হিসেবে ধরা হয়। ১৮তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী সফলভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে বাংলাদেশ নিজেদের সত্যিকারের উন্নয়নের কথা সবার কাছে তুলে ধরবে।

এ দেশের চারুশিল্পের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ ও মতবিনিময়ের অন্যতম মাধ্যম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। ৩৭ বছর ধরে এ প্রদর্শনী আয়োজিত হয়ে আসছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ এ আয়োজন করছে। আয়োজকদের বক্তব্য, চারুশিল্পীদের মতবিনিময়ের অনন্য পটভূমি হিসেবে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বিভিন্ন দেশের শিল্পী ও শিল্প সমঝদারদের বন্ধুত্বের এক অনুপম সেতুবন্ধ হয়ে উঠেছে।

উল্লেখ্য, ১৯৮১ সাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। সর্বশেষ ২০১৬ সালে ৫৫টি দেশের শিল্পীদের অংশগ্রহণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Comments

comments

Posted ৪:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ আগস্ট ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Dhaka University Centennial & New Beginnings
(13413 বার পঠিত)
RAFONA Organize Armed Forces Day
(13097 বার পঠিত)
‘শুভ বড়দিন’ আজ
(13093 বার পঠিত)
[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997