হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নয়াপড়া স্টেশনের অদূরে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনার পর থেকে আখাউড়া-সিলেট রেলপথ বন্ধ রয়েছে। দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শী জালাল উদ্দিন জানান, ১৬ বগির এই ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পাঁচ মিনিট পর ইঞ্জিনটিতে আগুন ধরে যায়।
পারাবত ট্রেনের পরিচালক আবু সাঈদ জানান, নয়াপাগড়া পয়েন্টে ঢুকার সময় ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
রেলওয়ে ইঞ্জিনিয়ার এসএসএই (ওয়ে) আরএ খান জানান, পয়েন্টে দ্রুতগতিতে প্রবেশের কারণে এ ঘটনা ঘটে। পয়েন্টে প্রবেশ করার সময় গতি কমিয়ে ১৬ কিলোমিটার বেগে চলতে হয়।
স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আলী পরিদর্শন করছেন
Comments
comments