
এনা ডেস্ক : | বুধবার, ০৫ অক্টোবর ২০১৬ | প্রিন্ট | 890 বার পঠিত
গুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাত নারী নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
বুধবার দুপুর একটার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার মোকামতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই নারী। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ঢাকা থেকে রংপুরগামী খালেক পরিবহনের একটি বাসের সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ৬ নারী নিহত এবং কমপক্ষে ১৬ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
Posted ৯:০০ অপরাহ্ণ | বুধবার, ০৫ অক্টোবর ২০১৬
America News Agency (ANA) | Payel