মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া বা জ্বর কখনো একা আসে না, অর্থাৎ জ্বর সব সময়ই কোনো না কোনো অসুখের উপসর্গ৷ তবে তাপমাত্রা কত হলে সতর্ক হওয়া উচিত এবং তখন কী করবেন আসুন জেনে নিই।

অসুখের উপসর্গ জ্বর

মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬ 1024
অসুখের উপসর্গ জ্বর

জ্বর কী?

শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৩৭ সেলসিয়াস৷ তাই তার বেশি হলেই জ্বর হয়েছে বলে ধরা হয়৷ তবে শরীরে জ্বরের মাত্রা কত, তা নির্ভর করে থার্মোমিটারটি শরীরের কোথায় রেখে মাপা হয়েছে তার ওপর৷ কারণ শরীরের হাত, পা, মুখের ভেতর বা অন্য জায়গায় তাপমাত্রার পার্থক্য হয়ে থাকে৷

সঠিক তাপমাত্রা নির্ণয়

থার্মোমিটারটি মুখের ভেতর, বগলের নিচে, মলদ্বার বা শরীরের ঠিক কোনখানে এবং দিনের কোন সময়ে মাপা হচ্ছে, তার ওপর নির্ভর করে জ্বরের পরিমাপ৷ তবে শরীরের অন্যান্য জায়গার তুলনায় মুখের ভেতর বা জিবের নিচের তাপমাত্রাই সাধারণত সবচেয়ে বেশি হয়ে থাকে৷

যখন কিছুটা গরম স্বাভাবিক

অসুখ ছাড়াও মাঝে মধ্যে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হয়৷ বিশেষ করে খেলাধূলা করার সময়৷ নারীদেহের তাপমাত্রা নির্ভর করে মাসিকের সময়ের ওপর৷ মাসিকের ১০-১২ দিন আগে, অর্থাৎ ‘ওভালিউশনের’ ঠিক আগে মেয়েদের শরীর সবচেয়ে গরম থাকে৷ এছাড়া খুব ঝাল বা চর্বিযুক্ত খাবার খেলেও শরীর গরম হয়৷ শরীরের কড়া সূর্যের তাপ লাগলেও শরীরের তাপমাত্রা বাড়তে পারে৷

শিশুদের জ্বর

শিশুদের কিন্তু খুব ছোটখাটো কারণে জ্বর হয়ে থাকে৷ তবে কোনো শিশুর যদি ঘনঘন জ্বর হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত, বলেন শিশু বিশেষজ্ঞরা৷

তাপের মাত্রা

শরীরের তাপমাত্রা যদি ৩৮,২ থেকে ৩৮,৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়, তাহলে সেটাকে হালকা জ্বর বলে ধরা হয়৷ ৩৮,৬ থেকে ৩৯ ডিগ্রি হলে মাঝারি জ্বর এবং ৩৯,১ থেকে ৩৯,৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেই তাপমাত্রাকে বেশি জ্বর বলে৷ এমনটা হলে অবশ্যই সতর্ক হতে হবে৷ আর যদি জ্বরের মাত্রা যদি ৪০ থেকে ৪২ হয়, তাহলে আর দেরি না করে রোগীকে হাসপাতালে নিতে হবে, জানান ডা. ইয়র্গ ফ্রাংকে৷

বিশ্রাম

শরীরের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্রামের প্রয়োজনীয়তাও বেড়ে যায়, বিশেষ করে ঠান্ডা লেগে জ্বর হলে৷ তাছাড়া জ্বরের সময় স্বাভাবিক খাবারের পাশাপাশি প্রচুর পানি পান করা প্রয়োজন৷ তাছাড়া শরীরের তাপ ৩৯ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে রাস্তা-ঘাটে একা চলাফেরা না করাই শ্রেয়৷ –ডিডব্লিউ

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

 

President/Editor-in-chief :

Sayeed-Ur-Rabb

 

Corporate Headquarter :

 44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA, Phone : +6463215067.

Dhaka Office :

70/B, Green Road, 1st Floor, Panthapath, Dhaka-1205, Phone : + 88-02-9665090.

E-mail : americanewsagency@gmail.com

Copyright © 2019-2023Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997