
এনা : | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ | প্রিন্ট | 3 বার পঠিত
ছবি : সংগৃহিত
কান চলচ্চিত্র উৎসব নিয়ে সব দেশের তারকারাই অপেক্ষার প্রহর গুনতে থাকেন। সেই অপেক্ষার পালা শেষ করে সবার নজর এখন ফ্রান্সের দক্ষিণে। শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম সংস্করণ। এবারের কান উৎসবে নিজের অবস্থান পরিষ্কার করলেন ঐশ্বরিয়া।
ঐশ্বরিয়া আবারও লাল গালিচায় ফিরে এসেছেন। প্রায় দু’দশক আগে কান ফেস্টিভ্যালে অভিষেক করেছিলেন। যেখানে দেবদাসের প্রিমিয়ারে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে হেঁটে ছিলেন। তিনি কানের সঙ্গে যুক্ত সবচেয়ে আইকনিক ভারতীয় ব্যক্তিত্বদের মধ্যে একজন।
এবার তাকে দেখা গেছে অন্যরকম এক অবতারে। দুধসাদা ও সোনালির মিশেলে তৈরি ডিজাইনার শাড়ি। গলায় রুবি পাথরের হার। কানের মঞ্চে বরাবরের মতো এবারও চোখ ধাঁধানো রূপে ঐশ্বরিয়া। তবে সাজপোশাক নয়, এবার নজর কাড়ল অন্য কিছু। আর তা হলো মাথা ভর্তি সিঁদুর।
Posted ৪:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
America News Agency (ANA) | ANA