
এনা : | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪ | প্রিন্ট | 12725 বার পঠিত
ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে প্রচার হয়েছে আগামী শনিবার নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান করার কথা। কিন্তু সেই শপথ অনুষ্ঠানটি একদিন পেছানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার নয়, বরং রোববার সন্ধ্যায় আয়োজন করা হচ্ছে নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান।
ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকজন নেতাকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ইতোমধ্যে তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। এছাড়াও নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ডসহ ভুটানের শীর্ষ নেতাকেও আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর গত বুধবার পদত্যাগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।
Posted ১১:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪
America News Agency (ANA) | ANA