নিউইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক এর কনভেনশন ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর আমেরিকার নিউইয়র্ক সিটির কুইন্স প্যালেস হলে গ্রান্ড গালা আয়োজনে অনুষ্ঠিত হল ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক এর কনভেনশন ও কনসার্ট । হাসান জাহাঙ্গীর ও সোনিয়া এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সংগঠনের প্রেসিডেন্ট কলামিস্ট , সংগঠক ড. রফিকুল ইসলাম এর পরিকল্পনা, অনুষ্ঠান বিন্যাস এবং সাহসী ব্যবস্থাপনায় আয়োজিত কনভেনশন ও কনসার্টটি ছিল অনন্য অসাধারণ। সংগঠণের সাধারণ সম্পাদক সাইন্টিস্ট ড. কামরুল ইসলাম সহ উদ্যোক্তা প্যানেলের পরিশ্রম ও অংশগ্রহণে ছিল প্রাণখোলা উচ্ছ্বাস।
বাংলাদেশ চলচ্চিত্রের সম্রাজ্ঞী চিত্রনায়িকা মৌসুমী ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই জমকালো আয়োজনে যোগ দেন। তার সাথে চিত্রনায়িকা শাহনূর যুক্ত হয়ে চাঁদনী আলোয় ভরিয়ে তোলেন গোটা মঞ্চ।
অতিথিদের আসন গ্রহণের পর কেবিনেট মেম্বারগণের মধ্যে অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংস্থার প্রেসিডেন্ট ড. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. কামরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট-১ এডভোকেট কাজী জামান উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট-২ রোটারিয়ান এম. আতিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারি লায়ন খন্দকার মারুফ আহমেদ, চিফ একাউন্টেন্ট ক্যামিষ্ট মিন্টু কুমার রয়, ডিরেক্টর আইটি স্পেশালিষ্ট রাশেদ উদ্দিন হীরা। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন এমএসটি রুনা, সুলতান আহমেদ, সোহেল খান, কাজী জামান উদ্দিন, সেলিম রহমান প্রমুখ। মোহাম্মদ মাসুদ রানা পাওয়ার প্ল্যান প্রেজেন্টেশনে সংস্থার বর্তমান ও ভবিষ্যৎ পদক্ষেপের চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে নিউইয়র্ক অঙ্গরাজ্যের অফিসিয়াল হাই অথরিটি, বাংলাদেশি ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রেসিডেন্টগণ ও সমাজসেবকগণ উপস্থিত ছিলেন। অনাড়ম্বর এই অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য ছিল ফ্রি ডিনার, ইংরেজি নববর্ষের ডায়েরি ও গিফট। মেহমানদের আগমনে গোটা হলটি কানায় কানায় ভরে যায়। সংগীত শিল্পীদের সুরের মূর্ছনায় অতিথিরা হাতে হাতে ডিনারের প্লেট নিয়ে মঞ্চে বসেই সূর ও খাবার একসাথে উপভোগ করেন।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক এর স্বপ্নদ্রষ্টা ড. রফিকুল ইসলাম একঝাঁক ব্রিলিয়ান্ট কমিউনিটি নিয়ে আমেরিকায় অবৈধ অনুপ্রবেশকারিদের জন্য ইমিগ্রেশন সহায়তা এবং সন্তানহীন পিতা-মাতা ও পিতা-মাতাহীন সন্তানদের সহযোগিতার ব্রত নিয়ে প্রথমে কাজ করছেন।
এছাড়া তিনি তার সংস্লিস্টতার আরও সহযোগি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলা ভাষাভাষিদের জন্য নিউইয়র্কের রাজধানী আলবেনিতে ৪টি গ্রাহক সেবা উন্মুক্ত করেন। এক. ১১৫ একর জমিতে এমডব্লিউডব্লিউ এগ্রো ফার্ম, দুই. ১৫৫ একরে ডায়মন্ড ভিলেজ আবাসন ল্যান্ড সিটি, তিন. রুবি টাউন কমার্শিয়াল প্লট সিটি এবং চার. জান্নাতুল বাকি কবরস্থান। ড. রফিকুল ইসলাম তার এই সংগঠন বাংলাদেশসহ গোটা দুনিয়ায় ছড়িয়ে দিয়ে মানবতার জন্য কাজ করতে সংগঠনপ্রেমী বাংলাদেশি প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন। এর আগে ২০ অক্টোবর ড. রফিকুল ইসলাম ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক এর সতীর্থ এবং বুকের মানিক সন্তানদের নিয়ে নিজের শুভ জন্মদিনের কেক কাটেন।
Posted ১:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩
America News Agency (ANA) | ANA