মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

প্রথমবারের মতো মেয়রের বাসভবনে ঈদ পুনর্মিলনী

এনা অনলাইন :   বুধবার, ০৩ মে ২০২৩ 12714
প্রথমবারের মতো মেয়রের বাসভবনে ঈদ পুনর্মিলনী

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের উদ্যোগে তার গ্রেসি ম্যানসনে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। গত ২ মে মঙ্গলবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশি আমেরিকান সহ বিভিন্ন দেশের মুসলমানরা যোগ দেন। মেয়র এই সময় সবার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি কম্যুনিটিতে মুসলিমদের যে অবদান তা তুলে ধরেন। সেই সাথে তিনি মুসলিম কম্যুনিটির ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে মেয়র অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মেয়র এরিক আসলামুওয়ালাইকুম বলে তার বক্তৃতা শুরু করেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

নিউইয়র্ক সিটি মেয়রের উদ্যোগে প্রতিবছর তার বাসভবনে বিভিন্ন অনুষ্ঠান হলেও ঈদ সেলিব্রেশন অনুষ্ঠিত হলো এই প্রথমবারের মতো। এর আগে রমজান উপলক্ষে মেয়র ইফতার পার্টির আয়োজন করতেন। এবার মেয়রের বাস ভবনে আলাদা করে ইফতার পার্টির আয়োজন করা হয়নি। তবে মেয়র অ্যাডামস পাঁচ ব্যরোতে পাঁচটি ইফতার পার্টিসহ বিভিন্ন ইফতার পার্টিতে যোগ দেন। সেখানেও তিনি মুসলিম কমিউনিটির বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। তাদের সাথে ইফতার পার্টিতে শরিক হন। মেয়র তার বক্তৃতায় বিভিন্ন মসজিদে যাওয়া ও ইফতার পার্টিতে যোগ দেয়ার বিষয়টি তুলে ধরেন।

বাংলাদেশি কমিউনিটির বেশ কয়েকজন মেয়রের ঈদ সেলিব্রেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ব্যবসায়ী শাহনেওয়াজ, প্রিমিয়ামের কর্ণধার বাবু খান, ভালো’র সিওই শাহরিয়ার রহমান ও তার নেৃতৃত্বে ভালো’র পুরো টিম, কমিউনিটি বোর্ড মেম্বার ও ব্যবসায়ী ফখরুল ইসলাম দেলায়ার, কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের কর্মকর্তা রোকেয়া আক্তার, ঠিকানার বিশেষ প্রতিনিধি মুশরাত শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী রুহিন হোসেন, বাপার ডিটেক্টিভ মাসুদুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট আবেদা খানম, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সামাদ মিয়া জাকেরসহ বেশ কয়েকজন। মেয়রের অফিসের কর্মকর্তা মীর বাসার সবার কাছে মেয়রের পরিচয় তুলে ধরেন।

মেয়র অ্যাডামস অনুষ্ঠানে নিউইয়র্কের মুসলিম কমিউনিটির অবদানের কথা তুলে ধরেন। তিনি এখানে মুসলিম কমিউনিটির জন্য হালাল ফুডের ব্যবস্থা করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও এর সফলতা সম্পর্কে বলেন। এছাড়াও তিনি আগামীতে মুসলিম কমিউনিটির জন্য যেসব উদ্যোগ নিয়েছেন তাও তুলে ধরেন। গ্রেসি ম্যানসনের অনুষ্ঠানে বিভিন্ন ধরণের খাবার দিয়ে অতিথিদের অ্যাপায়ন করা হয়। সেখানে যারা উপস্থিত ছিলেন তারাও মেয়রের এই ধরণের উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে প্রায় দুই’শ অতিথি যোগ দেন।

Facebook Comments Box

Comments

comments

Posted ৬:৩৪ অপরাহ্ণ | বুধবার, ০৩ মে ২০২৩

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

 

President/Editor-in-chief :

Sayeed-Ur-Rabb

 

Corporate Headquarter :

 44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA, Phone : +6463215067.

Dhaka Office :

70/B, Green Road, 1st Floor, Panthapath, Dhaka-1205, Phone : + 88-02-9665090.

E-mail : americanewsagency@gmail.com

Copyright © 2019-2023Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997