বুধবার ২৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গ্রেফতারের পর মুক্ত হলেন ট্রাম্প, নিজেকে নির্দোষ দাবি

এনা অনলাইন :   বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ 12704
গ্রেফতারের পর মুক্ত হলেন ট্রাম্প, নিজেকে নির্দোষ দাবি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার হওয়ার কিছুক্ষণ পর মুক্তি পেয়েছেন। নিউইয়র্কের ম্যানহাটান আদালত চত্বর ছেড়েছেন তিনি। আদালদত থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তিনি। সাংবাদিকেরা প্রশ্ন করলেও তিনি এড়িয়ে যান। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। এর আগে মঙ্গলবার (০৪ এপ্রিল) ম্যানহাটানের আদালতে পৌঁছার পর ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। পরে তাঁকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। কিছুক্ষণ পর বিচারকের সামনে হাজির করা হয়।

আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের মধ্য দিয়ে এদিন থেকে শুরু হল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবৈধ অর্থ প্রদানের মামলার বিচারকাজ। আদালতে শুনানিতে ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। আগামী ৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানিতে ট্রাম্পকে সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের ম্যানহ্যাটন আদালতে এদিন ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়ার প্রায় এক ঘন্টা পর ট্রাম্প আদালতকক্ষ ত্যাগ করেন। খবর ওয়াশিংটন পোষ্ট’র।

সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়ার মামলায় আদালতে আত্মসমর্পণ করতে গিয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম সাবেক কোনও প্রেসিডেন্ট যিনি ফৌজদারি মামলায় আদালতে বিচারের মুখোমুখি হয়েছেন। ট্রাম্প নিউ ইয়র্কে ম্যানহ্যাটনের ফৌজদারি আদালতে হাজির হলে প্রক্রিয়ামাফিক তাকে গ্রেপ্তারের পর আদালতকক্ষে নেওয়া হয়। ট্রাম্পকে হাতকড়া পরানো না হলেও তার আঙুলের ছাপ নেওয়ার মধ্য দিয়ে আদালতকক্ষে যাওয়ার আগে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় এবং পুলিশ কাস্টডিতে রাখা হয়।

ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়। যার মধ্যে ব্যবসা সংক্রান্ত ভুয়া তথ্য দেওয়ার অভিযোগও রয়েছে। এই সব অভিযোগেই ট্রাম্প আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালতে খুব বেশি মানুষকে এদিন উপস্থিত থাকতে দেওয়া হয়নি। মাত্র পাঁচজন ফটোগ্রাফারকে আদালতকক্ষে প্রবেশ করতে দেওয়া হয়। তাদের শুধুমাত্র ছবি তুলতে দেওয়া হয়েছিল। কোনো ভিডিও করতে দেওয়া হয়নি।

Facebook Comments Box

Comments

comments

Posted ৮:২২ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

 

President/Editor-in-chief :

Sayeed-Ur-Rabb

 

Corporate Headquarter :

 44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA, Phone : +6463215067.

Dhaka Office :

70/B, Green Road, 1st Floor, Panthapath, Dhaka-1205, Phone : + 88-02-9665090.

E-mail : americanewsagency@gmail.com

Copyright © 2019-2023Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997