কাতার বিশ্বকাপের শেষ দল হিসেবে কোস্টারিকা টিকিট পেয়েছে। এর মধ্যে দিয়ে কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দল চূড়ান্ত হলো। এর আগে গত ৬ জুন ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়েছে ওয়েলস। আর গত ১৪ জুন পেরুকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে কাতারের টিকিট পায় অস্ট্রেলিয়া। ৩১তম দল হিসেবে এই যোগ্যতা অর্জন করে সকারুরা। ১৪ জুন (মঙ্গলবার) রাতে নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে শেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে কোস্টারিকা।
এক নজরে বিশ্বকাপের আট গ্রুপ :
গ্রুপ এ: কাতার, ইকুয়েডর, নেদারল্যান্ডস, সেনেগাল।
গ্রুপ বি: ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ওয়েলস।
গ্রুপ সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড।
গ্রুপ ডি: ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তিউনিসিয়া।
গ্রুপ ই: স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান।
গ্রুপ এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া।
গ্রুপ জি: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন।
গ্রুপ এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।
Posted ১১:৫৫ অপরাহ্ণ | বুধবার, ১৫ জুন ২০২২
America News Agency (ANA) | ANA