ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে একটি বিবৃতি গৃহীত হয়েছে। এতে ইউক্রেনে ‘দ্বন্দ্ব’-এর ‘শান্তিপূর্ণ সমাধানে’ জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের প্রচেষ্টার প্রতি ‘দৃঢ় সমর্থন’ জানানো হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়। খুবই সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সংক্ষিপ্ত এ বিবৃতিতে ‘যুদ্ধ’, ‘সংঘাত’ অথবা ‘আগ্রাসন’ এমন কোনো শব্দ ব্যবহার করা হয়নি।
নিরাপত্তা পরিষদের অনেক সদস্য একে রাশিয়ার সামরিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। যদিও মস্কো একে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে উল্লেখ করে আসছে।
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য হচ্ছে— রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য।
বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের মহাসচিব শান্তিপূর্ণ সমাধানের যে প্রচেষ্টা চালাচ্ছেন তাতে নিরাপত্তা পরিষদ দৃঢ় সমর্থন জানাচ্ছে।
এদিকে নিরাপত্তা পরিষদের বিবৃতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেন, ‘আজ, প্রথমবারের মতো, নিরাপত্তা পরিষদ ইউক্রেনে শান্তির জন্য একই সুরে কথা বলল।’
‘বিশ্বকে অস্ত্রের ঝনঝনানি বন্ধ করতে এবং জাতিসংঘ সনদের মূল্যবোধ বজায় রাখার জন্য এক কাতারে আসতে হবে’, বলেন তিনি।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। প্রায় আড়াই মাস হয়ে গেলেও যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এমন পরিস্থতিতে জাতিসংঘ মহাসচিব মস্কো ও কিয়েভ সফর করেন।
Posted ১১:৪২ অপরাহ্ণ | শনিবার, ০৭ মে ২০২২
America News Agency (ANA) | ANA