নিউইয়র্কে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন কমিউনিটি অ্যাকটিভিস্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। স্থানীয় সময় ২৮ এপ্রিল (বৃহস্পতিবার) ব্রংকসের খলিল বিরিয়ানি ও চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এতে প্রবাসে, বিশেষ করে নিউইয়র্কে কর্মরত উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন এ ইসলাম মামুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ এন মজুমদারের কন্যা অ্যাটর্নি নাসরিন মজুমদার। সমাপনী বক্তব্যে এন মজুমদার ভবিষ্যতে মূলধারায় রাজনীতি ও কমিউনিটির সেবায় সাংবাদিকদের সহায়তা চান। এ ছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য দেন সাপ্তাহিক ‘ঠিকানা’র সম্পাদক এম এম শাহীন ও আন্তঃধর্মীয় নেতারা।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল আহসান, সালেম সুলেরী, হাবিব রহমান, মনোয়ারুল ইসলাম, দিদার চৌধুরী, হাসানুজ্জামান সাকী, শামীম আহমেদ, শাহেদ আলম, শাহাবুদ্দিন সাগর, নুর মোহাম্মদ, এনামুল হক এনাম, সাখাওয়াত হোসেন সেলিম, মো. তুষার, সৈয়দ মাসুদুল কবির, নিম্মি নাহার, নেহাল কবির, নুরুল হক ও আব্দুল খালেক। ইফতার পার্টিতে আরও উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত খলিল বিরিয়ানির কর্ণধার খলিলুর রহমান।
Posted ৮:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
America News Agency (ANA) | ANA