মঙ্গলবার ১৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ওমানকে হারিয়ে গ্রুপ সেরা স্কটল্যান্ড

এনা অনলাইন :   শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ 12806
ওমানকে হারিয়ে গ্রুপ সেরা স্কটল্যান্ড

স্বাগতিক ওমানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করলো স্কটল্যান্ড। একই সাথে এ পরাজয়ের কারণে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো ওমান।

বৃহস্পতিবার বাছাই পর্বে গ্রুপ ‘বি’র শেষ ম্যাচে স্কটল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে ওমানকে।

বাছাই পর্বে ৩ খেলায় ৩ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে স্কটল্যান্ড। অপরদিকে ৩ খেলায় ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে রানার্স-আপ হিসেবে মূল পর্বে খেলবে বাংলাদেশ। আর ৩ খেলায় ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকায় আসর থেকে বিদায় নিলো ওমান। ৩ খেলায় ৩টিতেই হেরে টেবিলের তলানিতে থাকায় প্রথম রাউন্ড থেকে বিশ্বকাপ শেষ করলো পাপুয়া নিউগিনি।

‘বি’ গ্রুপের রানার্স-আপ হওয়ায় সুপার টুয়েলভে গ্রুপ-১-এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্বে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নের প্রতিপক্ষ হবে বাংলাদেশ।

আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় সুপার টুয়েলভে গ্রুপ-২-এ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও বাছাই পর্বে ‘এ’ গ্রুপের রানার্স-আপের প্রতিপক্ষ হবে স্কটল্যান্ড।

বৃহস্পতিবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ওমান। ২০ ওভারে ১২২ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন আকিব ইলিয়াস। স্কটল্যান্ডের জশ ডেভি ২৫ রানে ৩ উইকেট নেন।

জবাবে ১৭ ওভারেই ২ উইকেটে ১২৩ রান সংগ্রহের মাধ্যমে জয়ের বন্দরে পৌঁছে যায় স্কটল্যান্ড। অধিনায়ক কাইল কোয়েৎজার ২৮ বলে ৪১ ও রিচি বেরিংটন অপরাজিত ৩১ রান করেন।

আগামী ২৩ অক্টোবর শুরু হবে টুর্নামেন্টের সুপার টুয়েলভ পর্ব বা মূল আসর।

Facebook Comments Box

Comments

comments

Posted ১:৩৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ অক্টোবর ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

 

President/Editor-in-chief :

Sayeed-Ur-Rabb

 

Corporate Headquarter :

 44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA, Phone : +6463215067.

Dhaka Office :

70/B, Green Road, 1st Floor, Panthapath, Dhaka-1205, Phone : + 88-02-9665090.

E-mail : americanewsagency@gmail.com

Copyright © 2019-2024Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997