শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

রোমে ইউরো জয়ী ইতালীয় ফুটবল দলকে সম্বর্ধনা

এনা অনলাইন :   মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ 159
রোমে ইউরো জয়ী ইতালীয় ফুটবল দলকে সম্বর্ধনা

ইতালী রাজধানী রোমে বিরোচিত সংবর্ধনা পেল ইউরো ২০২০ শিরোপা জয়ী ইতালীয় জাতীয় ফুটবল দল। রোববার লন্ডনের ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৩-২ গোলে ইংল্যান্ডকে পরাজিত করে শিরোপা জয়ী আজ্জুরিদের একটি খোলা বাসে নিয়ে রোমে বর্নাঢ্য এক র‌্যালীর আয়োজন করা হয়।

দলীয় সদস্যদের বাসে উঠিয়ে আনার আগে দলটিকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ইতালির দুই শীর্ষ নেতৃত্ব রাস্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর জাতীয় পতাকা দিয়ে সজ্জিত ছাদখোলা বাসে তোলা হয় জাতীয় বীরদের। এবং র‌্যালী সহকারে উৎসুক জনগনের উদ্দেশ্যে হাত ও পতাকা নাড়াতে নাড়াতে এগিয়ে যায়।

ইউরো ফাইনালের ইতিহাসে দ্রুততম গোলটি হজমের পর সেটি পরিশোধ করার ঘটনা থেকেই মুলত শুরু হয়েছিল ইতালীয়দের আবেগ ঘন সময় এবং শেষ পর্যন্ত টাইব্রেকারে স্বাগতিক ইংলিশদের ৩-২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিতের পর থেকেই দেশটির ফুটবল অনুরাগীরা নেমে পড়ে বিজয় উদযাপনে।

এই নিয়ে দ্বিতীয়বারের মত ইউরোপীয় শিরোপা জয় করলো  ইতালী। আর এই জয়ের নেপথ্যে ছিলেন কোচ কোচ রবার্তো মানচিনি। অথচ আগের বিশ^কাপের মুল আসরে খেলার যোগ্যতা লাভে ব্যর্থ হয়েছিল চার বারের বিশ^কাপ জয়ী দলটি। আবেগ আপ্লুত লিওনার্দো বনুচ্চি বলেন,‘ এটি হচ্ছে ইতালীয় ফুটবলের একটি নতুন বিপ্লব।’

লন্ডনের ফাইনালে ম্যাচ সেরা নির্বাচিত হওয়া  গোল রক্ষক জিয়ানলুইজি ডোনারুমা বলেন,‘ আমরা আলাদা একটি গ্রুপ পেয়েছি। সবাই একে অপরকে ভালবাসি। কারণ আমরা সবাই জানি, কোত্থেকে আমরা আসছি।’

শিরোপা জয়ী ইতালীয় দলটি সোমবার সকালে রোমে অবতরণ করে। এই সময় সবার উদ্দেশ্যে আকর্ষনীয় ওই ট্রফিটি উচিয়ে ধরেন এবং বিমান থেকে নেমে আসেন অধিনায়ক জর্জিও কিয়েলিনি ও কোচ রবার্তো মানচিনি। ’

 এ সময় খুব ভোরে জেগে উঠা আনুমানিক ২০০ অনুরাগী হোটেলে গিয়ে দলকে অভিবাদন জানায়। চিৎকার করে বলতে থাকে‘ আমরা ইউরোপের চ্যাম্পিয়ন।’

তবে করোনার কারণে ঐতিহ্যগতভাবে বিজয় র‌্যালীর আয়োজন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। কারণ এ মাহামারির সংক্রমনে এ পর্যন্ত ইতালীতে মারা গেছে ১ লাখ ২৮ হাজার মানুষ। শেষ পর্যন্ত রাস্ট্রপতি সার্জিও মাত্তারেলা ও প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি জাতীয় বীরদের পদক ভক্তদের সামনে উপস্থাপনের এই সিদ্ধান্ত নেন।

মানচিনি বলেন,‘ কঠিন একটি সময় পার করার পর এমন একটি বিজয়োৎসবের সুযোগে আমরা খুশি। ’এর আগে রোববার সারা রাত রাস্তায় নেমে প্রিয় দলের বিজয়ে উৎসব করেছে ইতালীয় ফুটবল অনুরাগীরা।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

 

President/Editor-in-chief :

Sayeed-Ur-Rabb

 

Corporate Headquarter :

 44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA, Phone : +6463215067.

Dhaka Office :

70/B, Green Road, 1st Floor, Panthapath, Dhaka-1205, Phone : + 88-02-9665090.

E-mail : americanewsagency@gmail.com

Copyright © 2019-2024Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997