শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নিউইয়র্কে ১৯তম ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ ১০ অক্টোবর

এনা অনলাইন :   শুক্রবার, ০৪ জুন ২০২১ 233
নিউইয়র্কে ১৯তম ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ ১০ অক্টোবর

বৈশ্বিক মহামারী করোনার কারণে গত এক বছরের বেশী সময় ধরে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের অনেক কিছুই স্থবির। সেই অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে অনেককিছু। নিউ ইয়র্কেও ফিরে আসতে শুরু করেছে প্রাণচাঞ্চল্য ফিরে। এবার বিনোদনপ্রেমীদের আনন্দ দিতে আগামী ১০ অক্টোবর নিউ ইয়র্কে বসছে ‘১৯তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের আসর।

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডের আয়োজক শোটাইম মিউজিক কর্ণধার আলমগীর খান আলম জানান, বাংলাদেশের চলচ্চিত্র ও সঙ্গীত জগতের তারকা শিল্পীদের নিয়ে গত ১৮ বছর নিউ ইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে ঢালিউড মিউজিক অ্যান্ড ফিল্ম অ্যাওয়ার্ড। দুর্ভাগ্যবশত ২০২০ সালে মহামারির কারণে এই আয়োজন করা সম্ভব হয়নি। এবারের আয়োজনটি সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আলমগীর খান আলম আরও জানান, এবারের ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও জনপ্রিয় শিল্পীদের আমন্ত্রণ জানানো হবে। জমজমাট একটি অনুষ্ঠানের প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি।

এদিকে স্থানীয় সময় ৫ জুন শনিবার নিউইয়র্কের লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে জনপ্রিয় কন্ঠশিল্পী তাহসানের একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে শোটাইম মিউজিক। সংবাদ সম্মেলনে তাহসান জানান, নিউইয়র্কের দর্শকরা তাহসানকে খুব পছন্দ করেন। তিনিও দর্শক-শ্রোতাদের নিজের সেরাটা উপহার দেওয়ার চেষ্টা করবেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী নাজু আকন্দ, শেফালী সারগাম, রানো নেওয়াজ প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন কমিউনিটি বোর্ড মেম্বার শাহ নেওয়াজ, আহসান হাবিব, শেখ নোমান পলাশ, আসাদুল ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:০০ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জুন ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

 

President/Editor-in-chief :

Sayeed-Ur-Rabb

 

Corporate Headquarter :

 44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA, Phone : +6463215067.

Dhaka Office :

70/B, Green Road, 1st Floor, Panthapath, Dhaka-1205, Phone : + 88-02-9665090.

E-mail : americanewsagency@gmail.com

Copyright © 2019-2024Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997