এনা অনলাইন : | সোমবার, ২৫ জানুয়ারি ২০২১ | সর্বাধিক পঠিত
বেশ জাঁকজমকের সঙ্গে সফলভাবে সম্পন্ন হলো বলিউডপাড়ার বছরের প্রথম বিয়ে। ২৪ জানুয়ারি রোববার সাত পাকে বাঁধা পড়লেন বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল।
করোনা প্রতিরোধে সব রকম সতর্কতা মাথায় রেখেই সম্পন্ন হলো বলিউডের আলোচিত এই বিয়ে। আলিবাগের দ্য ম্যানশন হাউসে অনুষ্ঠিত হয় বরুণ ধাওয়ান-নাতাশা দালালের বিয়ের অনুষ্ঠান। বিয়ের পিঁড়িতে নাতাশা দালালের হাত ধরে বসে থাকা দুটি ছবি পোস্ট করে বরুণ লিখেছেন, সারা জীবনের ভালোবাসা আজ একটি পরিচয় পেল।
দীর্ঘদিনের বান্ধবী নাতাশার সঙ্গে বরুণের বিয়ে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হলেও অনুষ্ঠানে ছিল না বিশাল লোকসমাগম। বরং স্বল্প কিছু অতিথি তাদের বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন।
আগেই অতিথিদের জানিয়ে দেওয়া হয়েছিল, বরুণ-নাতাশার বিয়ের আসরে প্রবেশ করতে হলে তাদের করোনাভাইরাস টেস্টের রিপোর্ট দেখাতে হবে। অতিথিদের ওয়েডিং প্ল্যানারদের কাছে তাদের কোভিড রিপোর্ট জমা দিতে হবে।